টঙ্গীবাড়ী উপজেলায় ১দিন ব্যাপি আয়োজন করা হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৪। মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের UISC স্টল সাজিয়ে ডিজিটাল সেবা প্রদান করেন। মেলাটি সকাল থেকে শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে। স্টল পরিদর্শন করেন, উপজেলার UNO, উপজেলা চেয়ারম্যান সহ আরো কর্মকর্তা বৃন্দ। মেলায় স্বতফুর্ত ভাবে বিদ্যালয়, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেন। তাদের নিজস্ব প্রযুক্তিগত প্রজেক্ট উপস্থাপন করেন।বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ করার মত। আগ্রহী জনতা ইউপির ওয়েভ পোর্টাল পরিদর্শন করেন।এবং বর্তমান ডিজিটাল সময়ের উপযোগী মাধ্যম হিসেবে সরকারের প্রশংসা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস