আই ডি নং ৩৫৩ | ইউনিয়ন পরিষদের কার্যাবলী |
১। পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈলী। ২। পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষানাবেক্ষণ। ৩। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত। ৪। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন। ৫। কৃষি, মত্স্য ও পশুসম্পদ ও অন্যান্য অর্থনৈতীক উন্নয়নে প্রয়োজনীয় কর্যাক্রম গ্রহণ। ৬। মহামারি নিয়ন্ত্রন ও দুর্যোগ ব্যাবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ। ৭। কর, ফি, টুল, ফিস ইত্যাদি ধার্যকরণ ও আদায়। ৮। পারিবারিক বিরোধ নিরসন, নারি ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পদান । ৯। খেলাধুলা, সামাজিক উন্নতি সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও সহযোগিতা প্রদান। ১০। পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনে প্রয়োজনিয় ব্যাবস্থা। ১১। আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দাইত্ত পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন। ১২। জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ। ১৩। সরকারি স্থান, উম্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠ হেফাজত করা। ১৪। ইউনিয়ন পরিষদের রাস্তা ও সরকারি স্থানে বাতি জালানো। ১৫। বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং বৃক্ষ সম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ। ১৬। কবরস্থান, শ্মশান, জন সাদারণের সভার স্থান ও অন্যান্য সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা। ১৭। জনপথ, রাজপথও সরকারি সাথানে অনধিকার প্রবেশ রোধ এবং এই সব স্থানে উত্পাত ও তাহার করণ বন্ধ করা। ১৮। জনপথ ও রাজপথের খতি, বিনষ্ট বা ধ্বংস প্রতিরোধ করা। ১৯। গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারণ ও ব্যাস্থাপনা নিশ্চিত করা। ২০। অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ। ২১। মৃত পশুর দেহ অপসারন ও নিয়ণ্ত্রণ এবং পশু জবাই নিয়ণ্ত্রণ।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস