Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
আব্দুল্লাপুর ইউনিয়ন
Details

আব্দুল্লাপুর ইউনিয়ন ১৯৭৮ সালে স্থাপিত হয়। ইউনিয়নটি স্থাপন করেন বাবু কামিনি পাল।কামিনি পাল তার পারিবারিক সম্পত্তিতে ইউনিয়ন পরিষদ গঠন করেন।এটি এখন সরকারী প্রতিষ্ঠান হিসাবে গঠন হয়। ইউনিয়টি আব্দুল্লাপুরের মাঝামাঝি অবস্থিত। বতর্মানে এটি পাইকপাড়া মৌজায় অবস্থিত। ভবনটি পাকা দুই তলা । এর ১১টি কক্ষ ও একটি হল রুম রয়েছে । পরিষদের সামনে একটি বিরাট আকারের পুকুর রয়েছে। এর এক পাশে আম বাগান এবং আরেক পাশে কাঠ বাগান ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস রয়েছে।